ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

টানা বিক্রয় চাপে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

২০২৫ মে ২৬ ১৬:৪৬:২৬
টানা বিক্রয় চাপে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

নিজস্ব প্রতিবেদক:আগের কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (২৬ মে) ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিক্রির চাপ বজায় রয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের বিক্রিমুখী প্রবণতায় বাজারে মন্দাভাব স্পষ্ট হয়ে ওঠে। যদিও শুরুতে চাঙ্গাভাব নজর কেড়েছিল।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে, যা গত সোয়া দশ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান।

এদিন মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। যার মধ্যে ১৬৮টির শেয়ারের দাম কমেছে। দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ‘এ’ ক্যাটাগরির, যা বাজারের বর্তমান আস্থাহীন অবস্থাকে নির্দেশ করে।

দরপতনে এগিয়ে থাকা ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোর মধ্যে ছিল— ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ফান্ড এবং ইউসিবি।

স্টকনাও সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ব্র্যাক ব্যাংকের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে এনআরবি ব্যাংকের। আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ৭ টাকায় এবং তৃতীয় সর্বোচ্চ রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ টাকা ৭০ পয়সা বা ৬.৩৭ শতাংশ দর কমে দাঁড়িয়েছে ২৫ টাকায়।

‘এ’ ক্যাটাগরির অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ফান্ডের ৭০ পয়সা বা ৫.৭৯ শতাংশ এবং ইউসিবির ৫০ পয়সা ৪.৭৯ শতাংশ দর কমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে