ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

গভীর রাতে তাসনিম জারার বিস্ফোরক স্বীকারোক্তি

২০২৫ মে ২৩ ১২:০০:১১
গভীর রাতে তাসনিম জারার বিস্ফোরক স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এক আবেগঘন ফেসবুক পোস্টে বলেছেন, “জুলাইয়ের বিদ্রোহের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত।” শুক্রবার (২৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নেতৃত্ব সংকট নিয়ে নিজের ভাবনার কথা জানান।

তিনি লেখেন, “গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে। সেটা দোষারোপ নয়, বরং ভাবনার মুহূর্ত।”

ডা. জারা বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক অবিশ্বাস গণতান্ত্রিক উত্তরণকে বিপন্ন করে তুলছে। “আমরা স্বাধীনতার জন্য জীবন দেয়া জাতির স্বপ্নকে স্বল্পমেয়াদি লাভ-ক্ষতির হিসেবে বলি দিতে পারি না।”

পোস্টে তিনি ইতিহাসের আলোকে সতর্ক করে বলেন, “যারা পরিবর্তনের ভয় পায়, তারা প্রায়শই নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিভাজন ও বিভক্তির কৌশল নেয়।”

তিনি আরও বলেন, “এটা হতে দেয়া যাবে না। আমাদের দলাদলি ও স্বার্থচিন্তার ঊর্ধ্বে উঠে জনগণের পক্ষেই অবস্থান নিতে হবে। বিপ্লব জনগণ করেছে, দায়িত্বও তাদের প্রতি।”

ডা. তাসনিম জারা বলেন, এখন সময় সংযম দেখানো, সংলাপে আসা ও ঐক্য বজায় রাখার। “এই সময় যেন বিভাজনের দিকে না গিয়ে নতুন করে ঐক্যের দিকে মোড় নেয়।”

এই বক্তব্যে তিনি মূলত বিরাজমান রাজনৈতিক বিভাজন ও আস্থাহীনতা কাটিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, যা বর্তমান সংকট থেকে উত্তরণের একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে বিবেচিত হচ্ছে।

ডা. তাসনিম জারার বক্তব্যে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক বিভাজনের বিপদ, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান এবং জনগণের নেতৃত্বে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার গুরুত্ব।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে