ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

ড. ইউনূসকে নিয়ে মুখ খুললেন রাশেদ খান

২০২৫ মে ২৩ ১০:৪১:৫১
ড. ইউনূসকে নিয়ে মুখ খুললেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন— এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লিখেন,“ড. ইউনূস পদত্যাগ করছেন—এই খবরের কোনো সত্যতা নেই। তিনি কিছুটা বিরক্ত ছিলেন, তবে পদত্যাগের সিদ্ধান্ত নেননি।”

তিনি উল্লেখ করেন, একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,“প্রফেসর ইউনূস অভ্যুত্থানের সঙ্গে জড়িত কয়েকজনকে ডেকে বলেন, তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করব।”

এ প্রসঙ্গে রাশেদ বলেন, “এটি ছিল মূলত একটি সতর্কবার্তা। এনসিপি ও নাগরিক পার্টির কিছু নেতার কর্মকাণ্ডে বিরক্ত হয়েই তিনি এমন মন্তব্য করেছিলেন। এর মানে এই নয় যে, তিনি সত্যিই পদত্যাগ করছেন।”

তিনি আরও লেখেন, “এই ধরনের গুজব ছড়িয়ে এনসিপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তারা এখন অন্য দলগুলোকে আহ্বান জানিয়ে বলছে—উনার (ড. ইউনূস) কাছে গিয়ে হাতেপায়ে ধরতে। এটি নিছক সহানুভূতি কুড়ানোর প্রচেষ্টা, যা সত্যিই হাস্যকর।”

রাশেদ খান আরও জানান, “সর্বশেষ তথ্য অনুযায়ী, ড. ইউনূস কোনো পদত্যাগপত্র দেননি। এমনকি তিনি এত রাতে জাগেনও না। যখন আমরা ফেসবুকে হৈচৈ করছি, তিনি তখন ঘুমিয়ে ছিলেন।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে