ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

ঢাকাবাসীর জন্য ইশরাকের চমকপ্রদ ঘোষণা

২০২৫ মে ২৩ ১০:২২:৫৯
ঢাকাবাসীর জন্য ইশরাকের চমকপ্রদ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের রায় ঘোষণার পর মেয়র হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, "শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব শুরু হয়ে গেছে। কোরবানির ঈদের আগেই যাতে বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ প্রস্তুতি থাকে, সে লক্ষ্যে কাজ করব।"

ইশরাক আরও জানান, "আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তর সিটি করপোরেশনে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সমন্বয় করে আমি দায়িত্ব পালনে সহায়তা করব।"

তিনি আরও বলেন, "দক্ষিণ সিটিতে সাবেক কাউন্সিলর এবং পূর্ববর্তী নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক একটি মনিটরিং টিম গঠন করব। আজ বিকালের মধ্যেই (১৬ ঘণ্টার মধ্যে) একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।"

"পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে আমিও সরাসরি মাঠে থাকব," বলে উল্লেখ করেন ইশরাক হোসেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে