ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫
Sharenews24

ভাইরাল হওয়া ছবি নিয়ে ইশরাকের বড় স্বীকারোক্তি

২০২৫ মে ১৯ ১৯:৪৩:০৮
ভাইরাল হওয়া ছবি নিয়ে ইশরাকের বড় স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন।

ইশরাক হোসেন তার পোস্টে বলেন, "শুক্রবার, ১৬ মে, একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেল কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন এবং আমাকে কার কাছে অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো আমি আগে জানতাম না।"

তিনি আরো জানান, "অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।"

এছাড়া, ২০১৫ সালে দেশের বাইরে থাকার কারণে কিছু সেনসিটিভ বিষয় তার চোখে এড়িয়ে যায়, যা তিনি নিজের সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।"

ইশরাক হোসেনের এই ক্ষমা প্রার্থনার পর সামাজিক মাধ্যমে তার প্রতি নানা মন্তব্য ও আলোচনা চলছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে