ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫
Sharenews24

ডেসটিনির ক্ষতিগ্রস্তদের জন্য রফিকুল আমীনের বড় ঘোষণা

২০২৫ মে ১৪ ১৬:১৩:০৭
ডেসটিনির ক্ষতিগ্রস্তদের জন্য রফিকুল আমীনের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব বর্তমান বোর্ডের। তবে, তাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে তিনি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।

বুধবার (১৪ মে) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রফিকুল আমীন বলেন, "ডেসটিনির বর্তমান বোর্ডের দায়িত্ব হচ্ছে টাকা ফেরত দেওয়া। যদি আমাকে আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে পারব। সরকার ব্যাংক হিসাব খুলে দিলে পরবর্তী মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে।"

তিনি আরও বলেন, "আমি এখনও ডেসটিনির ম্যানেজমেন্টে প্রবেশ করতে পারিনি। ডেসটিনি ছাড়া আমি কোনো নতুন কোম্পানি শুরু করিনি। আমি একটি ই-কমার্স কোম্পানি শুরু করেছিলাম, তবে সেটিও এখন বন্ধ। ডেসটিনির কোনো ঋণের দায় নেই। গ্রুপটির ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, তবে দায় মাত্র ৩ হাজার কোটি টাকার।"

রফিকুল আমীন তাঁর বক্তব্যে বলেন, "ডেসটিনিতে আমি সততার সঙ্গে ব্যবসা করেছি। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছিল।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে