ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

প্রবাসীদের জন্য দুবাইয়ের গোল্ডেন অফার

২০২৫ মে ১৩ ১৩:৫৪:১৫
প্রবাসীদের জন্য দুবাইয়ের গোল্ডেন অফার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী নার্সদের জন্য বিশাল সুখবর আনল সংযুক্ত আরব আমিরাতের (UAE) অন্যতম গুরুত্বপূর্ণ শহর দুবাই। এবার এই শহরের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে কর্মরত অভিজ্ঞ নার্সদের জন্য ‘গোল্ডেন রেসিডেন্সি ভিসা’ প্রদানের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

শেখ হামদান এক ঘোষণায় বলেন,“নার্সদের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই পেশাজীবীরা মানবিকতা ও পেশাদারিত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দুবাইয়ের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করেছে।”

এই ঘোষণার মাধ্যমে স্বাস্থ্যসেবায় যুক্ত নার্সদের পেশাগত স্থিতিশীলতা, সামাজিক সম্মান এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে চায় দুবাই সরকার।

কারা পাবেন গোল্ডেন ভিসা?

নিচের শর্তগুলো পূরণ করলে প্রবাসী নার্সরা এই সুবিধার আওতায় আসবেন:

কমপক্ষে ১৫ বছর ধরে দুবাইয়ের স্বাস্থ্যখাতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

স্বীকৃত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা হাসপাতালে কর্মরত হতে হবে।

ডিএইচএ (DHA), ডিওএইচ (DoH) বা মিনিস্ট্রি অব হেলথ (MOH)-এর অনুমোদিত পেশাগত লাইসেন্স থাকতে হবে।

সংশ্লিষ্ট হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমী সেবার স্বীকৃতি বা মনোনয়ন পেতে হবে।

সরাসরি স্বাস্থ্যসেবা প্রদানকারী (frontline worker) হিসেবে কাজ করছেন এমন পেশাজীবীরা অগ্রাধিকার পাবেন।

গোল্ডেন রেসিডেন্সি ভিসার সুবিধাসমূহ:

৫ বা ১০ বছরের জন্য দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি, যা নবায়নযোগ্য।

লোকাল স্পন্সর ছাড়াই ভিসা মিলবে।

পরিবারসহ বসবাসের সুযোগ (স্বামী/স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ থাকবে)।

ভিসা থাকা অবস্থায় ৬ মাসের বেশি দেশের বাইরে থাকলেও বৈধতা বজায় থাকবে।

বিশ্বমানের স্বাস্থ্যসেবা ও শিক্ষাসুবিধা উপভোগের সুযোগ।

এই সিদ্ধান্ত শুধুমাত্র ভিসা অনুমোদনের খবর নয়, এটি প্রবাসীদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং স্থায়ী নিরাপত্তার একটি প্রতীক। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে প্রবাসী নার্সদের অবদান অস্বীকার করার উপায় নেই। এই স্বীকৃতি তাদের অনুপ্রাণিত করবে, এবং ভবিষ্যতে আরও বেশি দক্ষ কর্মী এই খাতে যুক্ত হতে আগ্রহী হবেন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে