ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Sharenews24

আ.লীগের নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়

২০২৫ মে ১৩ ১২:০২:৩৬
আ.লীগের নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ১২ মে, ২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া সুরক্ষার স্বার্থে আরোপ করা হয়েছে।

তবে, সরকার স্পষ্ট করেছে যে, এই নিষেধাজ্ঞা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড বা দলটির বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে যৌক্তিক, গঠনমূলক ও আইনসিদ্ধ মতামত প্রদানও এই নিষেধাজ্ঞার আওতায় নয়।

এছাড়া, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, গত প্রায় ১৫ বছর, বিশেষ করে গত বছরের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ উঠেছে। এসব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ফৌজদারি আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এই প্রেক্ষাপটে, জাতীয় নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়া সুরক্ষার স্বার্থে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে সরকার।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে