ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Sharenews24

এক মাস পর নেপথ্য ঘটনা জানালেন সাদিয়া

২০২৫ এপ্রিল ৩০ ১২:২৮:০৮
এক মাস পর নেপথ্য ঘটনা জানালেন সাদিয়া

নিজস্ব প্রতিবেদক: গেল ঈদুল ফিতরে মেহেদি রাঙা হাতে অস্ত্র নিয়ে পুলিশের এক নারী সদস্যের দায়িত্ব পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ছবিটি তুলেছিলেন জীবন আহমেদ নামে একজন ফটো সাংবাদিক। ব্যাপক আলোচিত এই ছবির হাতটির মালিক কে, সেটা তখন জানা যায়নি। চলমান পুলিশ সপ্তাহে সেই হাতের ছবি স্থান পেয়েছে। এতে আবেগ আপ্লুত হয়ে ছবিটির হাতের মালিক সাদিয়া আক্তার নিজেই চবির নেপথ্য ঘটনা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাদিয়া আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে পুলিশ সপ্তাহের একটি ছবি শেয়ার দিয়ে এই আবেগ আপ্লুতর খবর জানান তিনি।

ফেসবুক পোস্টে সাদিয়া আক্তার লেখেন, ‘দিনটা ছিল ২০২৪ সালের ঈদুল ফিতরের, আমার ডিউটি ছিল জাতীয় ঈদগাহতে, সঙ্গে ছিল শটগান, যখন সবাই ঈদগাহতে নামাজের জন্য দাঁড়াতে ব্যস্ত তখন আমি এবং আমার সাথীরা তাদের নিরাপত্তার দিতে দাঁড়িয়ে ছিলাম অনগার্ডে’।

‘ওখানে উপস্থিত ছিলেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঠিক তার আগের দিন বিষাদে ভরা মন নিয়ে ছুটি না যাওয়ার কষ্টকে উপেক্ষা করে রুমমেটরা কয়েকজন মিলে হাতে মেহেদি পরলাম, যা বলা চলে সান্ত্বনা স্বরূপ। আর যখন অনগার্ডে দাঁড়িয়ে ছিলাম তখন সেই জায়গায় অনেক সাংবাদিকদের আনাগোনা, তখন কোনো এক সাংবাদিক ভাইয়ের ক্যামেরা বন্দি হলো আমার অনগার্ডে দাঁড়িয়ে থাকা এবং অস্ত্র ধরা এই হাতটি, আমি যখন ডিউটি শেষ করে এসে ঘুমাচ্ছিলাম তখন আমার রুমমেটদের চিৎকারে উঠে দেখি আমার এই মেহেদি রাঙা হাতটা রীতিমতো ভাইরাল। তখন যতটা ভালো লাগা কাজ করেছে তার থেকে আজ বেশি করছে কারণ আজ পুলিশ সপ্তাহ আর এই দিনে রাজারবাগ পুলিশ লাইনে সাজসজ্জায় এই ছবিটির দেখা পেয়ে। স্মৃতি হয়ে আছে এটা দেখে।’

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে