ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Sharenews24

২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণের প্রস্তুতিতে ভারত

২০২৫ এপ্রিল ৩০ ০৮:১৮:২৭
২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণের প্রস্তুতিতে ভারত

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বুধবার ভোরে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তবে ভারতীয় পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং পাকিস্তানি মন্ত্রীও সম্ভাব্য হামলার বিষয়ে নির্দিষ্ট তথ্য উপস্থাপন করেননি।

আতাউল্লাহ তারার বলেন, "যেকোনো আগ্রাসনের জবাব পাকিস্তান দৃঢ়ভাবে দেবে। এ অঞ্চলে সম্ভাব্য যেকোনো সংঘাতের দায়ভার ভারতকেই নিতে হবে।"

পূর্বে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন এবং ইসলামাবাদ পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, "আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করব।"

এদিকে মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীর তিন প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স অনীল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। এ সময় মোদি সেনাবাহিনীকে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পূর্ণ স্বাধীনতা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৈঠকে মোদি বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করা ভারতের জাতীয় সংকল্প এবং সেনাবাহিনীর পেশাদারিত্বের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

সূত্রমতে, এই নির্দেশনার ফলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়ার সবুজ সংকেত পাওয়া গেছে।

বুধবার বেলা ১১টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর রাজনীতি ও অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে