ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Sharenews24

দুই কোম্পানিতে ডুবেছে শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ২৪ ১৯:২৬:৫০
দুই কোম্পানিতে ডুবেছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক রাশেদ মাকসুদ কমিশনের সময়ে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এদিন ডিএসইর প্রধান সূচক প্রায় ৫০ পয়েন্ট কমে ৫ হাজারের নিচে নেমে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরণের আতঙ্ক দেখা দিয়েছে।

অ্যানালাসিস পোর্টাল স্টকনাও সূত্রে জানা গেছে, এদিন বড় মূলধনী দুই কোম্পানির শেয়ার দামে বড় পতন দেখা গেছে। যে কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৩৭ পয়েন্ট। কোম্পানি দুটি হলো-ইস্টার্ন ব্যাংক ও ইসলামী ব্যাংক। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই দুই কোম্পানির শেয়ার আজ শেয়ারবাজার ডুবিয়েছে।

দুই কোম্পানির মধ্যে আজ ইস্টার্ন ব্যাংকের দাম কমেছে ২০.৭৪ শতাংশ। যার কারণে ডিএসইর সূচক কমেছে ২১.৩১ পয়েন্ট। কোম্পানিটির আজ ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়েছে। ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ বোনাস। আজ ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়েছে। বোনাস ডিভিডেন্ড এজিএম-এর পর অ্যাডজাস্ট হবে। অর্থাৎ কোম্পানিটির বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পেয়েছে ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে ১৭.৫০ শতাংশ। আর কোম্পানিটির আজ শেয়ার দাম কমেছে ২০.৭৪ শতাংশ।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের শেয়ার দাম কমেছে ৭.৪৯ শতাংশ। যার কারণে ডিএসইর সূচক কমেছে ১৫.৪৮ পয়েন্ট। আগামী ২৮ এপ্রিল কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র কোম্পানিটির শেয়ার দাম আজ কমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে