ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

২০২৫ এপ্রিল ২৩ ১১:০১:১৩
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও জাতীয় সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই রায় দেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, ড. ইউনূস যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন, তখন তার পরপরই যেভাবে মামলাটির প্রক্রিয়া শুরু হয়, তা যথাযথ এবং স্বাভাবিক ছিল না। তড়িঘড়ি করে মামলা দায়ের করা এবং প্রক্রিয়া অনুসরণে ঘাটতি থাকা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করে। আদালতের মতে, মামলার প্রকৃতি ও সময়বিন্যাস নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফীকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত না করে কর্মীদের প্রাপ্য লভ্যাংশ ও আর্থিক সুবিধা হরণ করেছেন। এ বিষয়ে ২০২৪ সালের ৮ জুলাই ড. ইউনূসসহ অভিযুক্তরা হাইকোর্টে আবেদন করলে তা খারিজ হয়ে যায়।

পরে মামলাটি প্রত্যাহারের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে ঢাকার বিশেষ জজ আদালত-৪ মামলাটি ২০২৪ সালের ১১ আগস্ট প্রত্যাহার করে নেয়। তবে আপিলকারীদের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ-আল-মামুন অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের আগে আসামিদের কোনোভাবে অবহিত করা হয়নি, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

এরপর আপিল বিভাগে আবেদন করে মামলার অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে লিভ টু আপিল করেন ইউনূস ও গ্রামীণ টেলিকমের কর্মকর্তারা।

সর্বোচ্চ আদালতের রায়ে মামলার অভিযোগ গঠন বাতিল হওয়ায় ড. ইউনূস ও তার সহকর্মীদের জন্য এটি বড় ধরনের আইনি স্বস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আদালতের এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত বলেও মনে করছেন অনেক আইন বিশেষজ্ঞ।

এই মামলাটি শুরু থেকেই দেশ-বিদেশে আলোচিত ছিল। অনেকেই এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যায়িত করেছেন। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকেই এই রায়কে ন্যায়বিচারের বিজয় বলে প্রশংসা করেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে