ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘খেলা হবে’ থেকে শামীম ওসমানের সাম্রাজ্য মাটিতে মিশে গেল

২০২৫ এপ্রিল ২২ ১৯:২৫:৫৪
‘খেলা হবে’ থেকে শামীম ওসমানের সাম্রাজ্য মাটিতে মিশে গেল

নিজস্ব প্রতিবেদক: ‘খেলা হবে’—এই একটি বাক্য দিয়ে দেশজুড়ে এবং দেশের বাইরেও পরিচিতি পেয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। রাজনৈতিক মঞ্চে তার আক্রমণাত্মক বক্তব্য, শক্তিশালী অবস্থান এবং কথিত সন্ত্রাসী বাহিনীর দাপটে বহুদিন নারায়ণগঞ্জে তিনি ছিলেন এক অপ্রতিরোধ্য ক্ষমতার প্রতীক। তবে সময় বদলেছে। এখন তিনি দৃশ্যপট থেকে উধাও আর তার অনুপস্থিতিতে নারায়ণগঞ্জে ফিরতে শুরু করেছে স্বস্তি।

সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শামীম ওসমান পরিবারের পুরোনো বাড়ি ‘বায়তুল আমান’ ভেঙে ফেলা হয়। জনতার চোখের সামনে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ভবনটির সামনের অংশ। এ সময় উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করে। স্থানীয়দের মতে এই বাড়িটি ছিল এককালের 'ভয়ের প্রতীক'।

শুধু এই বাড়িটিই নয়, শহরের জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স ভবনেও নাকি ‘ক্ষোভের আগুন’ জ্বলছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ওসমান পরিবারের বিভিন্ন বাড়ি-ঘর ও সম্পত্তি এখন একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে। সেলিম ওসমানের নামেও দুইটি বহুতল ভবন ইতোমধ্যে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এদিকে শামীম ওসমানের অবস্থান নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কখনও তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায়, আবার কখনও দুবাইতে, এমনকি সম্প্রতি এক ছবিতে তাকে মধ্যপ্রাচ্যের একটি মসজিদে জুব্বা ও পাগড়ি পরে নামাজ পড়তে দেখা গেছে বলে দাবি করা হয়। যদিও ছবিটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অনেকের ধারণা, শামীম ওসমান বর্তমানে আরব আমিরাত বা অন্য কোনো মধ্যপ্রাচ্যের দেশে রয়েছেন। সেখানে তার লুট করা টাকা ও বিনিয়োগ রয়েছে বলেও দাবি তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক সময় যিনি নারায়ণগঞ্জে গুম, খুন ও দখলের রাজত্ব চালাতেন বলে অভিযোগ ছিল, সেই নেতার এই পরিণতি সময়েরই প্রতিফলন। শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতা অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের সময় নিজেকে গুটিয়ে নিয়েছেন।

বর্তমানে শামীম ওসমানের অনুপস্থিতিতে নারায়ণগঞ্জের রাজনীতি ও জনজীবনে খানিকটা স্বস্তির পরশ দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নাগরিকেরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে