ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

২০২৫ এপ্রিল ২২ ১৯:১৭:০৯
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে, বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, “সরকারি ছুটির দিনে সমাবেশ হওয়ায় ঢাকায় বড় জমায়েত হলেও জনদুর্ভোগ কম হবে। ঢাকার পাশাপাশি আশপাশের জেলার নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।”

তিনি আরও জানান, শুধু ঢাকায় নয়—দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগেও মে দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শ্রম সংস্কার কমিশন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, বিএনপি তা সমর্থন করে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে