ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের পতন যেন বিনিয়োগকারীদের এক অন্তহীন কান্না

২০২৫ এপ্রিল ২২ ১৫:৩৩:৪৬
শেয়ারবাজারের পতন যেন বিনিয়োগকারীদের এক অন্তহীন কান্না

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের পতন যেন এখন বিনিয়োগকারীদের নিত্যদিনের এক অন্তহীন কান্না। প্রতিদিনই সূচকের পতন হচ্ছে। কমছে লেনদেন ও বাজার মূলধন। যা সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বাড়িয়ে তুলছে চরম উদ্বেগ ও উৎকন্ঠা। লাভ তো দূরের কথা, এখন যৎসামান্য মূলধন টিকিয়ে রাখাই যেন তাদের জন্য দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদাম নেমে এসেছে ফেসভ্যালুর কাছাকাছি কিংবা তারও নিচে। একদিকে মুনাফাহীন কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, অন্যদিকে মজবুত মৌলভিত্তির কোম্পানিগুলোর অযৌক্তিক দরপতন—এই বৈপরীত্যে বিনিয়োগকারীরা প্রায় নির্বাক হয়ে পড়েছেন।

বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে নেই স্বচ্ছতা, নেই যথাযথ তদারকি। দীর্ঘদিন ধরেই কারসাজির অভিযোগ থাকলেও কার্যকর প্রতিরোধের অভাব প্রকট। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোও অনেক সময় পড়ে যাচ্ছে বিতর্কের মুখে।

বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু নজরদারি বাড়িয়ে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। এর পাশাপাশি সুশাসনের নিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সম্প্রসারণ অপরিহার্য। আস্থা বাড়িয়ে বাজারে নতুন বিনিয়োগকারী আনতে হবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ নিয়ে টানা ৭ কর্মদিবস পতনের ধারায় রয়েছে দেশের শেয়ারবাজার। এই ৭ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৭৯ পয়েন্ট এবং ডিএসইর বাজার মূলধন কমেছে ৯ হাজার ২১৩ কোটি টাকা। আজও ডিএসইর সূচক কমেছে ১৮ পয়েন্টের বেশি। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (২২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ১৮.২৭.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ০৪ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির, কমেছে ২১৪টির এবং পরিবর্তন হয়নি ৬৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৬ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৬ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬২.৬৮ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে