ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

আমি বাংলাদেশি নই: টিউলিপ সিদ্দিক

২০২৫ এপ্রিল ২২ ১২:৫৮:২৩
আমি বাংলাদেশি নই: টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-কে বলতে শোনা যায়—"আমি বাংলাদেশি না, আমি একজন ব্রিটিশ এমপি"।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। কারণ, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, টিউলিপ সিদ্দিকসহ শেখ হাসিনা পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে। যদিও এনআইডি স্থগিত করার ঘটনা ঘটেছিল গত ১৬ ফেব্রুয়ারি, তা প্রকাশ্যে আসে এই সোমবার।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০১৭ সালের। যুক্তরাজ্যের চ্যানেল ফোর নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৯ নভেম্বর প্রচারিত একটি সংবাদ প্রতিবেদনে দেখা যায়, সাংবাদিক আহমেদ বিন কাসেমকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে টিউলিপ কিছুটা বিরক্ত হয়ে বলেন—"আমি এসব বিষয়ে কিছুই জানি না, এবং আমি একজন ব্রিটিশ এমপি"।

সরকারি নথিপত্র বলছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক এবং একজন ভোটার।

তাঁর নামে রয়েছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কর শনাক্তকরণ নম্বর (TIN)।

২০১১ সালের ৩ জানুয়ারি তার এনআইডি ইস্যু করা হয়েছিল, যেখানে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ঢাকার সুধাসদন হোল্ডিং নম্বর।

সর্বশেষ ২০২৪ সালের ১৯ ডিসেম্বর হালনাগাদ তথ্য অনুযায়ী তিনি ঢাকার একজন তালিকাভুক্ত ভোটার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, তিনি কর রিটার্ন দাখিলও করেছেন।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জানা গেছে, যাদের এনআইডি লক করা হয়েছে, তারা হলেন:

শেখ হাসিনা

সজীব আহমেদ ওয়াজেদ

সাইমা ওয়াজেদ

শেখ রেহানা

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক

আজমিনা সিদ্দিক

শাহিন সিদ্দিক

বুশা সিদ্দিক

রাদোয়ান মুজিব সিদ্দিক

তারিক আহমেদ সিদ্দিক

এনআইডি লক করার এই সিদ্ধান্তের পেছনে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নাগরিকত্ব নিয়ে জটিলতা অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনা কেবল একটি ভিডিও ক্লিপ নয়—এটি নাগরিকত্ব, রাজনৈতিক দায়, এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচনের প্রাক-মুহূর্তে এ ধরনের বিতর্ক জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে