ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রশ্ন ফাঁসের খবর নিয়ে যা বললো পিএসসি

২০২৫ এপ্রিল ২২ ০৯:১৭:৪২
প্রশ্ন ফাঁসের খবর নিয়ে যা বললো পিএসসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর ‘মনগড়া, ধারণাভিত্তিক, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। এ বিষয়ে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কমিশন।

গতকাল সোমবার (২১ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর সংবাদ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কয়েকজন প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন তাদের মনে হচ্ছে, পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়েছে এবং ওই প্রশ্ন বিজি প্রেস থেকেই ছাপানো হয়েছে। তারা আরও দাবি করেন প্রশ্নকারকদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল এবং তারা নাকি নিশ্চিত করেছেন ৫ আগস্টের পর থেকে আর কোনো প্রশ্ন পিএসসিকে তারা সরবরাহ করেননি।

পিএসসি এসব দাবিকে সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে জানিয়েছে এ ধরনের তথ্য বিভ্রান্তিকর এবং এর মাধ্যমে অসৎ উদ্দেশ্যে গুজব ছড়ানো হচ্ছে।

কমিশন আরও জানায়, কোনো বিসিএস পরীক্ষার্থী যদি প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগ করে থাকে তবে তা অত্যন্ত অনভিপ্রেত ও অনৈতিক কাজ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের তৎপরতা অপরাধের শামিল এবং এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে পিএসসি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে