ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রথম আলো নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

২০২৫ এপ্রিল ২০ ১৬:২০:২১
প্রথম আলো নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিল দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রথম আলো-এর একটি প্রতিবেদন। "হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন" শিরোনামে ১৭ এপ্রিল অনলাইনে প্রকাশিত সেই প্রতিবেদন ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, বিতর্ক এবং তথ্য সন্ত্রাসের অভিযোগ।

প্রতিবেদনে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর জীবনযাপন নিয়ে রয়েছে প্রশ্ন—যেখানে তার বিলাসবহুল জীবন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু ঘটনা মোড় নেয় ভিন্নদিকে, যখন জানা যায়, প্রতিবেদন প্রকাশের মাত্র ৪৮ ঘণ্টা আগে হাসনাত ভারতীয় গোয়েন্দা সংস্থা R&AW (র’-এর) বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন।

প্রতিবেদনটি প্রকাশিত হতেই হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন। তিনি সাফ জানিয়ে দেন “প্রথম আলো বরাবরই দেশপ্রেমিক ও স্বচ্ছ রাজনীতিকদের বিরুদ্ধে কাজ করেছে। এবার আমার পালা।”

তিনি দাবি করেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মুখ খোলার পরই তাঁকে টার্গেট করা হয়েছে। এর আগে যারা "ভারতবিরোধী অবস্থান" নিয়েছে, তারাও একইভাবে প্রথম আলোর মতো গণমাধ্যমগুলোর নিশানায় পড়েছে।

প্রতিবেদনের সময়কাল নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ১৫ এপ্রিল হাসনাত তার ফেসবুক পেজে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর বিরুদ্ধে ‘বাংলাদেশি রাজনীতিতে হস্তক্ষেপ’ এর অভিযোগ তোলেন। আর মাত্র দুই দিন পর, ১৭ এপ্রিল আসে বিতর্কিত সেই প্রতিবেদন।

এমন কাকতালীয় সময়কে ঘিরে অনেকেই মনে করছেন, এটি একটি পরিকল্পিত হামলা—নেতিবাচক প্রোপাগান্ডার মাধ্যমে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করতে একটি নির্দিষ্ট পক্ষের প্রচেষ্টা।

হাসনাত সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়ে বলেন—“ আপনারা আমার বাসায় এসে দেখে যান, আমি কেমন বিলাসী জীবনযাপন করি! যদি কেউ প্রমাণ করতে পারে আমি এক টাকাও অবৈধ উপায়ে নিয়েছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।”

তিনি জানান, তার ব্যাংক হিসাব, ট্যাক্স রিটার্ন, সম্পত্তির বিবরণ সবই প্রকাশ্যে। কেউ চাইলে যাচাই করতে পারে। এই তথ্য স্বচ্ছতার জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান।

আলোচনার কেন্দ্রে থাকা প্রতিবেদনটি ঘিরে জনমনে যখন প্রশ্নের ঝড়, তখন অনলাইন সংস্করণে প্রতিবেদনটির কিছু অংশে হালকা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এতে মনে করা হচ্ছে, প্রথম আলো নিজের অবস্থান থেকে খানিকটা পিছিয়েছে।

তবে এই পরিবর্তন স্বীকার বা ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে