ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

পলক ভাই, স্টারলিংক তো চলে আসলো

২০২৫ এপ্রিল ২০ ১৬:১৬:৩২
পলক ভাই, স্টারলিংক তো চলে আসলো

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ (রোববার) আদালতে হাজিরা দিতে গিয়ে মুখোমুখি হলেন সাংবাদিক ও সাধারণ মানুষের প্রশ্নবাণের।

ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম প্রবক্তা হিসেবে পরিচিত পলক এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত আসামি হিসেবে হাজির। তার এই পরিবর্তিত অবস্থানকে ঘিরে জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, ক্ষোভ ও কৌতুক।

রোববার সকালে আদালত প্রাঙ্গণে প্রবেশ করছিলেন পলক। সেই সময় সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে ঘিরে ফেলেন এবং নানা প্রশ্ন করতে থাকেন। বিশেষ করে, জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করার ঘটনা, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন এবং জনগণের তথ্য অধিকার হরণে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ছোড়া হয়।

এই সময়েই ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন বলে ওঠেন— “পলক ভাই, স্টারলিংক তো চলে আসলো।”

এই মন্তব্যটি উপস্থিত অনেককে চমকে দেয়, কেউ কেউ হাসতেও থাকেন। পলক তখন কিছুটা অপ্রস্তুত হয়ে ‘না’ সূচক ভঙ্গিতে মাথা নাড়েন, এবং সাংবাদিকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন— “আপনি স্টারলিংক ব্যবহার করছেন তো?”

এই মুহূর্তে পলকসহ ১৯ জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচার চলছে। তারা সবাই জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন দমন এবং ইন্টারনেট বন্ধ করে তথ্য নিয়ন্ত্রণ করার ঘটনায় অভিযুক্ত।

এই সময়ের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত ছিল দেশের ডিজিটাল কানেক্টিভিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া, যার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছিল দেশ-বিদেশে।

স্টারলিংক হচ্ছে এলন মাস্কের মালিকানাধীন SpaceX প্রতিষ্ঠিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যেটি কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই সরাসরি উপগ্রহ থেকে ইন্টারনেট দেয়। এই প্রযুক্তি সরকারি নিয়ন্ত্রণকে বাইপাস করে ইন্টারনেট অ্যাক্সেস দেয়ার জন্য বিখ্যাত।

অতীতে পলকের অধীনেই সরকারি নিয়ন্ত্রিত ইন্টারনেট নীতিমালা গৃহীত হয়, যেখানে অনেক সময় রাজনৈতিক কারণে ইন্টারনেট বন্ধ বা নিয়ন্ত্রিত রাখা হতো। এখন সেই বাস্তবতায় স্টারলিংকের মতো বিকেন্দ্রীভূত প্রযুক্তির আগমন অনেকের চোখে "ডিজিটাল স্বাধীনতার প্রতীক"।

এই দিন, পলকসহ আরও ১৮ জন সাবেক মন্ত্রী ও উপদেষ্টাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে রয়েছে গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন ও রাষ্ট্রীয় দমননীতির অভিযোগ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে