ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

‘মেঘনা আলমের গ্রেপ্তারে বেআইনির কিছু হয়নি’

২০২৫ এপ্রিল ১৫ ১৪:১২:৩২
‘মেঘনা আলমের গ্রেপ্তারে বেআইনির কিছু হয়নি’

নিজস্ব প্রতিবেদক : মডেল মেঘনা আলমের গ্রেপ্তার নিয়ে বেআইনির কিছু হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী। তিনি বলেন, মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে, যা দেশে নতুন কোনো ঘটনা নয় এবং প্রচলিত আইন অনুযায়ীই এটি করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-ও উপস্থিত ছিলেন।

প্রথমে বৈঠকের সাফল্য ও পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সফলভাবে পরিচালনার জন্য সাংবাদিক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। তবে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা মেঘনা আলমের গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে খোদা বখস চৌধুরী প্রথমে কিছুটা বিরক্তি প্রকাশ করেন।

তিনি বলেন,

“এই আইন তো ব্যবহার হচ্ছে, এটি কোনো নতুন কিছু নয়। তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, বিষয়টি বিচারাধীন, তাই বিস্তারিত মন্তব্য করাটা ঠিক নয়।”

৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আটক হওয়ার আগে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছে। লাইভটি ১২ মিনিটের বেশি সময় চলে এবং পরবর্তীতে তা ডিলিট হয়ে গেলেও আগেই ছড়িয়ে পড়ে।

এরপর মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেঘনার বাবা বদরুল আলম এই আটকাদেশকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন, যা হাই কোর্টে গৃহীত হয়। হাই কোর্ট জানতে চায়, কেন তাকে আটকের প্রক্রিয়াটি বেআইনি ও মৌলিক অধিকার লঙ্ঘনকারী ঘোষণা করা হবে না।

আইন উপদেষ্টা আসিফ নজরুল এই গ্রেপ্তারকে “সঠিকভাবে হয়নি” বলে মন্তব্য করলেও, এই বিষয়ে খোদা বখস বলেন,

“তিনি (আসিফ নজরুল) আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, আমরা জানি না তিনি কোন প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন।”

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে। অনেকে ধারণা করছেন, মেঘনা আলমের ঘটনায় তাকে সরানো হয়েছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি রুটিন বিষয়, হয়তো তিনি অসুস্থ ছিলেন।”

এছাড়া সম্প্রতি সুনামগঞ্জে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় যেখানে তিনি বলেন, "জনগণ এই সরকারকে পাঁচ বছর দেখতে চায়"। উত্তরে তিনি বলেন,

“এটি আমার বক্তব্য নয়, জনগণের অনুভূতি বলেছি। আমি রাজনীতিবিদ না, আমি সরকারের একজন উপদেষ্টা।”

সংবাদ সম্মেলনে জিডি ও এফআইআর অনলাইনে নেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়। বিশেষ সহকারী খোদা বখস বলেন

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে