ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ০৯ ১৫:২১:১৯
বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘোষণার পর গত তিন কর্মদিবসই দেশের শেয়ারবাজার চাপে ছিল। যদিও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশের শেয়ারবাজারে বড় অঘটন দেখা যায়নি।

এর কারণ হিসাবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত তিন বছরের বেশি সময় যাবত আমাদের শেয়ারবাজার ধারাবাহিক মন্দায় তলালিতে এসে এখন দম নিচ্ছে। এ বাজারে ট্রাম্পের শুল্কনীতির চাপের প্রভাব আর পড়ার জায়গা নেই। যে কারণে খুব বড় অঘটন দেখা যায়নি।

তিন কর্মদিবস ধারাবাহিক চাপে থাকার পর আজ বুধবার উভয় শেয়ারবাজার বড় উত্থান মুডে দেখা যায়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক আজ দিনের প্রথম ভাগে আগের দিনের চেয়ে প্রায় ৩৫ পয়েন্ট ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। এরপর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ এবং অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক নিচে নেমে যায়। শেষ বেলায় ৩৫ পয়েন্ট থেকে উত্থান সোয়া ১০ পয়েন্টে স্থির হয়।

আজ আগের তিন দিনের ধারাবাহিকতায় লেনদেন বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা ২৬ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। তবে এদিন লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম ছিল নিম্নমুখী।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র

আজ (বুধবার) ডিএসইর প্রধান সূচক ১০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৮৯ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৬১ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৫৭ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৪টির, কমেছে ২৬২টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.০৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৫.১৯ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে