ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

রোহিঙ্গাদের নিয়ে সুসংবাদ দিলো আরাকান আর্মি

২০২৫ এপ্রিল ০৮ ২০:৩৩:৩৪
রোহিঙ্গাদের নিয়ে সুসংবাদ দিলো আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আরাকান আর্মি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, "ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার। তবে প্রত্যাবাসনের জন্য দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রয়োজন, এবং এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করছে।"তিনি আরও উল্লেখ করেন যে, জাতিসংঘের মাধ্যমে উভয় পক্ষকে এক টেবিলে বসানোর চেষ্টা করা হচ্ছে, যাতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হয়।

ড. খলিলুর রহমান ব্রিন্সটেক সফর প্রসঙ্গে বলেন, "আগামী দুই বছর বিমসটেকের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরও গভীর সম্পর্ক তৈরি হবে এবং মুক্তবাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদির সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে বলেন, "মোদী আমাকে বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যক্তি বা দল নয়, রাষ্ট্রের সম্পর্ক হিসেবে চলবে।"

সোমবার (৭ এপ্রিল) ইসরাইল বিরোধী বিক্ষোভে হামলার ঘটনায় ড. খলিলুর রহমান বলেন, "যতবারই অন্তর্বর্তী সরকার ভালো কাজ করতে চেয়েছে, ততবারই কিছু পক্ষ এসব ভালো কাজগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে।"

এই পদক্ষেপগুলো রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে