ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

ফু-ওয়াং ফুডের আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য

২০২৫ এপ্রিল ০৮ ১২:১৪:১২
ফু-ওয়াং ফুডের আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের আর্থিক প্রতিবেদনে ব্যাপক অসংগতি রয়েছে। আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির স্থায়ী সম্পদ ৫৮ কোটি ৬৭ লাখ টাকায় দেখানো হলেও, এই সম্পদের জন্য বিস্তারিত রেজিস্টার নেই, যা সত্যতা যাচাই করতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। মজুত পণ্যের হিসাবের মধ্যেও কারচুপির অভিযোগ উঠেছে এবং কাঁচামাল কেনার নামে অপ্রাপ্ত অর্থ সরানোর অভিযোগ রয়েছে।

২০১৯ সালে ২ শতাংশ এবং ২০২০ সালে ১.৬৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার পর ২০২৩ সালে নামে মাত্র ০.৫% ডিভিডেন্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালে কোন ডিভিডেন্ড দেয়ন্ ি

নিরীক্ষকরা জানাচ্ছেন, কোম্পানির রিটেইন্ড আর্নিংস ঋণাত্মক। অর্থাৎ কোম্পানি লোকসানে চলছে এবং কোম্পানির আর্থিক হিসাবে ১০৭ কোটি ২২ লাখ টাকার ঋণাত্মক রিটেইন্ড আর্নিংস রয়েছে। এটা বোঝা যায় যে কোম্পানি লোকসান গোপন করে ইপিএস বাড়িয়ে দেখানো হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষের মজুত পণ্যের হিসাব সঠিকভাবে বর্ণনা না করা এবং কাঁচামাল সরবরাহকারীদের তথ্যের অভাব রয়েছে বলে নিরীক্ষক অভিযোগ করেছেন।

এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলেছে, প্রতিষ্ঠানটি এসব অভিযোগের তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোনো কোম্পানির আর্থিক হিসাবে কারচুপি বা অসংগতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে