ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

২০২৫ এপ্রিল ০৫ ১৪:২৪:২১
সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা আহ্বান করেছেন। আজ শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা ডাকছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন।

প্রসঙ্গত, দূরবর্তী ব্যাংককে বিমসটেক সম্মেলনে অংশগ্রহণকালে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে ড. ইউনূস বলেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হতে পারে। তিনি পূর্বে উল্লেখ করেছেন, “আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনা করার বিষয়, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সঠিক সমাধানে পৌঁছাতে পারব।”

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। আগে, বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক প্রযোজ্য ছিল। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে রপ্তানি হয়ে থাকে। প্রতিবছর বাংলাদেশি রপ্তানি প্রায় ৮.৪০ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যার বড় অংশটাই তৈরি পোশাকের। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৭.৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে। নতুন এই উচ্চ শুল্ক আরোপ বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে