ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করা এসিল্যান্ডকে অব্যাহতি

২০২৫ মার্চ ২৬ ১৪:০১:৩৪
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করা এসিল্যান্ডকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উল্লেখ করে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে 'অব্যাহতি' দেওয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়।

এসিল্যান্ড পরবর্তীতে পোস্টে দাবি করেন, লেখাটি তিনি লেখেননি, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তিনি জানান, আইডি ফিরে পাওয়ার পর বিষয়টি পরিষ্কার করেন।

এদিকে, পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীরা তাকে তোপের মুখে পড়তে বলেন। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর, সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে তিনি দাবি করেন, প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছিল।

এ ঘটনা নিয়ে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান এবং এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। ফেসবুকে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টে লেখা ছিল:

"পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন- বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।"

পোস্টটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং এসিল্যান্ড দাবি করেন যে তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, "এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক মহোদয় বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে