ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

কোরআনের আয়াত দিয়ে ধর্ষণের বিচারের ব্যাখ্যা দিলেন সাবেক বিচারক

২০২৫ মার্চ ২৬ ১০:১৯:০১
কোরআনের আয়াত দিয়ে ধর্ষণের বিচারের ব্যাখ্যা দিলেন সাবেক বিচারক

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সাবেক বিচারক এক সংবাদ সম্মেলনে কোরআনের আয়াত দিয়ে ধর্ষণ ও ব্যভিচারের বিচারের বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেন, ইসলামী আইন অনুযায়ী, ব্যভিচারের শাস্তি অত্যন্ত কঠোর, এবং এটি সঠিকভাবে প্রয়োগ করা উচিত। কোরআনে সূরা নূরের আয়াত ২-এ আল্লাহ বলেছেন, "ব্যভিচারী পুরুষ এবং নারীকে ১০০ বেত্রাঘাত করতে হবে," যা নির্দেশ করে যে, শাস্তির সময় কোনো প্রকার দয়া বা অনুকম্পা প্রদর্শন করা যাবে না।

তিনি আরও বলেন, "এটি ইসলামী শাস্তি আইন অনুযায়ী, কোনও পক্ষের প্রতি অনুকম্পা দেখিয়ে শাস্তি কমানো যাবে না। যদি ব্যভিচারী পুরুষ এবং নারী অবিবাহিত হন, তাদেরকে ১০০ বেত্রাঘাত করা হবে, আর যদি তারা বিবাহিত হন, তাদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হবে।"

এছাড়া, তিনি বলেছেন, কিছু আইনী পরিবর্তন ও সংশোধনের প্রস্তাব এসেছে, যেখানে প্রাপ্তবয়স্ক নারীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে সাবেক বিচারক বলেন, এই ধরনের বিধান বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং এতে ন্যায়বিচার পরিপন্থী হতে পারে, কারণ উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক গঠিত হলে একপক্ষকে শাস্তি দেয়া যথার্থ নয়।

তিনি সরকারের আইন বিভাগ এবং আইন প্রণেতাদেরকে আহ্বান জানান, যেন এই ধরনের আইন পুনর্বিবেচনা করা হয় এবং জনসমর্থন নিয়ে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে