ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি

২০২৫ মার্চ ১৮ ১১:৫৫:৪০
দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি

নিজস্ব প্রতিবেদক : গত কিছুদিনে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড নিয়ে বেশ আলোচনা হয়েছে, তবে এ বার কিছুটা অপ্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তবে হঠাৎ ইনজুরির কারণে মেসির স্কোয়াডে জায়গা হয়নি।

মেসি, যিনি ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) খেলছেন, সেখানেই খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। ২৫ জনের স্কোয়াড ঘোষণার আগের দিনই তিনি আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন এবং ১টি গোলও করেছিলেন। তবে একদিন পরই জানা গেল যে, এমএলএসের ওই ম্যাচে পায়ের অ্যাডাক্টর পেশিতে ইনজুরি হয়েছে মেসির। যদিও এটি গুরুতর ইনজুরি নয়, তবে মেসির কর্মজীবন এবং শারীরিক অবস্থা বিবেচনায় রেখে তাকে স্কোয়াডে রাখা হয়নি।

এদিকে, মেসি ইনজুরিতে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দেন। তিনি বলেন, "আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম, কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।"

আর্জেন্টিনার জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ মেসি বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ মিস করবেন। আগামী শনিবার বাংলাদেশ সময় সকালে তারা উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে খেলবে এবং এরপর বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা।

মেসি না থাকায় আর্জেন্টিনার পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হতে পারে, কারণ তাদের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন ভালো নয়। শেষ ৫ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হার এবং ১ ম্যাচে ড্র হয়েছে। এর ফলে আর্জেন্টিনার জন্য বাছাই পর্বে চাপ আরও বাড়বে।

মেসির ইনজুরি এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন সবার চোখ আর্জেন্টিনার পারফরম্যান্সে।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে