ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

আসিফ মাহমুদের বইয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার গোপন সত্য

২০২৫ মার্চ ১৭ ১০:২২:১৮
আসিফ মাহমুদের বইয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার গোপন সত্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তাল রাজপথে এক অস্থির সময়ের সূচনা হয়েছিল সেই সময় যখন বিপ্লবের স্লোগানে গর্জে উঠেছিল জনগণ। ব্যারিকেডের সামনে তখন জ্বলছিলো আাগ্নিস্ফুলিঙ্গের মত স্লোগানগুলো, যেগুলোর মধ্যে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ এক অন্যতম শত্রু মুক্তির ডাক ছিল। সেই তরুণদের নেতৃত্বে গড়ে উঠেছিল এক আন্দোলন যা সরকার পতনের ভিত্তি তৈরি করেছিল। তবে সেই আন্দোলনের ইতিহাস এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লেখা "জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু" বইটির একটি অংশ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বইটিতে তিনি দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা সেনাবাহিনীর গাড়িতে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। এ দাবি নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন, বিশেষ করে কেন তারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং ইতিহাস কেন বিকৃত হচ্ছে।

এই তথ্য প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ হিলবাকি তার ফেসবুকে ওই বইয়ের একটি অংশ পোস্ট করেন। তার পোস্টের পর একটি প্রশ্নের ঝড় ওঠে: "ক্যান্টনমেন্টে কেন গিয়েছিলেন ছাত্র আন্দোলনের নেতারা?" এবং "ইতিহাস বিকৃত করার জন্য দায়ী কে?"।

তবে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক, সরাসরি বইটির তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "আমরা ক্যান্টনমেন্টে যাইনি। ইতিহাস বিকৃত করা হচ্ছে," এমন মন্তব্য করেন তিনি একটি ফেসবুক পোস্টে। তিনি আরও দাবি করেন, তিনি জোনায়েদ সাকির গাড়িতে চড়ে চ্যানেল 24-এর অফিসে গিয়েছিলেন, ক্যান্টনমেন্টে নয়। তিনি ওই পোস্টে একটি ভিডিও লিংকও শেয়ার করেছেন যেখানে সেনাবাহিনীর গাড়িতে হাসনাত আব্দুল্লাহ, জুনায়েদ সাকির এবং আরও কয়েকজনকে দেখা যায়।

এ বিতর্কের পর, আসিফ মাহমুদ স্পষ্ট করেন যে, তার বইটি পুরো গণঅভ্যুত্থানের ইতিহাস নয়, বরং এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। তিনি বলেন, "ব্যক্তিগত স্মৃতি থেকে লেখা এই বইটি সম্পূর্ণ ইতিহাস হিসেবে গ্রহণ করা ভুল হবে। গণঅভ্যুত্থানের ইতিহাস তখনই পূর্ণতা পাবে, যখন আরও অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন।"

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে