ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

লালমাটিয়ায় ধূমপান নিয়ে তরুণী লাঞ্ছনায় ফারুকীর পোস্ট

২০২৫ মার্চ ১০ ১৯:২৬:১৫
লালমাটিয়ায় ধূমপান নিয়ে তরুণী লাঞ্ছনায় ফারুকীর পোস্ট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালমাটিয়ায় ধূমপান নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছনাকারী রিংকুকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এই ঘটনার ব্যাপারে সংস্কৃতি উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেন যে, রিংকুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১১টা ৪২ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য দেন।

ফারুকী তার পোস্টে লিখেছেন, "লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কাল রাতে গ্রেফতার করা হয়েছে।" তিনি তার স্ট্যাটাসে, "ফারজানা ওয়াহিদ শায়ানের গান থেকে কথা ধারিয়ে বলি, 'কথা যদি কই, কখন আস্তে কখন বলব জোরে কি করে হাসব, কি করে বসব/ ঘুমাবো কেমন করে/ তুমি বলে দেবে/ কোনটা চলবে/ কোনটা চলবে না/ আমাকে তো তুমি বললে/ তোমাকে কেউ কি বলবে না? আজ থেকে এত কথা বলাবলি/ কিচ্ছু চলবে না'" উল্লেখ করেন।

এটি ঘটে লালমাটিয়ার একটি চায়ের দোকানে, যেখানে রিংকু দুই তরুণীকে ধূমপান করতে দেখে তাদের শারীরিকভাবে লাঞ্ছনা করেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। বহু মানুষ এই ঘটনার জন্য রিংকুর শাস্তির দাবি করেন এবং পুরো ঘটনাকে 'মব অপরাধ' হিসেবে অভিহিত করেন।

তবে রিংকু গ্রেফতার হওয়ার পর বিষয়টি আইনগতভাবে সমাধান হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

এনামুল/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে