ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সড়ক দুর্ঘটনায় মমতাজের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

২০২৫ মার্চ ০৫ ১২:০৭:০৪
সড়ক দুর্ঘটনায় মমতাজের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছিল, যেখানে দাবি করা হচ্ছিল যে, আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, এই তথ্যটি সঠিক নয়।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, মমতাজ বেগমের মৃত্যুর দাবি ভিত্তিহীন। তারা আরও জানিয়েছে যে, ওই গুজবের প্রথম পোস্টটি সোমবার দুপুর ২টা ০৫ মিনিটে ছড়িয়ে পড়ে এবং সেই পোস্টে একটি ভিডিও লিংকও যুক্ত ছিল। কিন্তু ওই লিংকে ক্লিক করলে এটি একটি স্প্যাম ওয়েবসাইটে নিয়ে যায়।

রিউমর স্ক্যানার অনুসন্ধান করে দেখেছে, ওই দাবির কোনো প্রমাণ বা বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে, মমতাজ বেগমের মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

এতে প্রমাণিত হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরটি ছিল একটি গুজব, এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম সুস্থ আছেন।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে