ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

আগামী বছর থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে

২০২৫ মার্চ ০৩ ১৫:১৪:১৭
আগামী বছর থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আগামী বছর থেকেই বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি জাপান সফরকালে তিনি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী এক বা দুই বছরের মধ্যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়তে পারে।

বিডার নির্বাহী চেয়ারম্যানর মতে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২৩ সালে ছিল মাত্র ০.৩ শতাংশ। এ হার বৈশ্বিক গড় ০.৮ শতাংশের তুলনায় অনেক কম।

আশিক চৌধুরী আরও জানান, বাংলাদেশ সরকার বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে অনুমোদন ও কাস্টমস প্রক্রিয়া সহজতর করা এবং দুর্নীতি দমন।

তিনি বলেন, বিডা ইতোমধ্যেই দেশি-বিদেশি ২০০টিরও বেশি কোম্পানির সঙ্গে আলোচনা করেছে এই সংস্কারের জন্য। বর্তমান বছরে বিদেশি বিনিয়োগে বড় কোনো পরিবর্তন না হলেও আগামী বছর থেকে এটি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি প্রধানত তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। তবে সরকারের লক্ষ্য এখন গার্মেন্টসের বাইরে নতুন সম্ভাবনা খুঁজে বের করার। তিনি মনে করেন, চামড়াজাত পণ্য এই পরিবর্তনের প্রথম পদক্ষেপ হতে পারে।

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়েও আশিক চৌধুরী আশাবাদী। ২০২৩ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ৪২০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত পেয়েছে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের মোট রপ্তানির ২০ শতাংশের গন্তব্য।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি সম্পর্কেও আশিক চৌধুরী মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশ এখনো ট্রাম্পের কাছ থেকে কোনো শুল্ক আরোপের কথা শোনেনি। বরং চীনের ওপর আরোপিত শুল্ক বাংলাদেশের জন্য সুবিধাজনক হতে পারে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে