ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

৩৩ বছর পর সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি প্রকাশ

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৪:৫০:০৭
৩৩ বছর পর সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে চলমান বিভ্রান্তি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায় যে, তাদের প্রণীত সেহরি ও ইফতারের সময়সূচি সম্পূর্ণভাবে আলেম ওলামা এবং বিশেষজ্ঞদের তৈরি। অতএব, এর বিষয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, কিছু ব্যক্তি ও সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে এই সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে, বর্তমান সময়সূচিটি প্রণয়ন করা হয়েছে আলেম, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে।

পূর্বের সেহরি-ইফতার সময়সূচি ৩৩ বছর আগে প্রণীত হয়েছিল, যেখানে সেহরি ও ইফতারের জন্য ৩ মিনিটের সতর্কতা রাখা হয়েছিল। তবে এই ব্যবস্থা অনুযায়ী, সেহরি শেষ হওয়ার সময় এবং ফজরের আজান, ইফতারের সময়ের মধ্যে ৩ মিনিটের অলস সময় থাকতো, যা শরিয়তের বিধান অনুযায়ী সঠিক নয়। শরিয়তের মতে, "সেহরি সময় শেষ—ফজরের সময় শুরু" এবং "শীঘ্রই ইফতার করা উত্তম"।

এই কারণে, ইসলামিক ফাউন্ডেশন বর্তমান সময়সূচিতে শুধুমাত্র সঠিক সময়ই অন্তর্ভুক্ত করেছে। কোনো ব্যক্তি চাইলে সতর্কতা হিসেবে নিজ দায়িত্বে সময়ের কিছু পার্থক্য রাখতে পারেন, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রণীত সময়সূচি সঠিক এবং এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

অতএব, ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে যে, সেহরি এবং ইফতার সময়সূচির বিষয়ে আরও বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য এটি একমাত্র গ্রহণযোগ্য সময়সূচি এবং এটি সঠিকভাবে প্রণীত হয়েছে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে