ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রদলকে উদ্দেশ্য করে যা বললেন শিবির সভাপতি

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১১:৪৬:৫৫
ছাত্রদলকে উদ্দেশ্য করে যা বললেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, "জুলাই আন্দোলনের স্পিরিট হলো সকলের ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করা।"

গতকাল (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শিবির সভাপতি এ মন্তব্য করেন। তিনি বলেন, “তারা আমাদের প্রতিপক্ষ হলেও আমরা তাদের বন্ধুপ্রতীম ভাই হিসেবে দেখি। ৫ আগস্টের পর আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হল পরিদর্শন করছি। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা জানছি এবং তাদের জন্য কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা তাদের পালস বুঝতে চেষ্টা করছি।”

তবে, ছাত্রশিবিরের সভাপতি অভিযোগ করেন, "তারা আমাদের মতো কল্যাণমূলক কার্যক্রমের দিকে না গিয়ে আগের স্টাইলে মিটিং, মিছিল, শোডাউন ও হল দখলের মতো কার্যক্রম শুরু করেছে। এতে শিক্ষার্থীরা তাদের প্রতি বিমুখ হয়ে পড়ছে।" তিনি আরো বলেন, "এই ক্ষোভ বা কষ্ট তারা শিক্ষার্থীদের ওপর প্রকাশ করতে না পেরে ছাত্রশিবিরের ওপর ঝাড়তে গিয়ে মূলত বিরোধের সৃষ্টি করেছে।"

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির ইতিমধ্যেই শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

আদনান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে