ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ‘জুলাই যোদ্ধা’ গেজেট প্রকাশিত

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১০:৪২:১৫
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ‘জুলাই যোদ্ধা’ গেজেট প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করেছে। এই গেজেটটি বৃহস্পতিবার প্রকাশিত হয়, যেখানে সারাদেশের ৪৯৩ জন আহতদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

গেজেটটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এবং এটি ১৯৯৬ সালের রুলস অব বিজনেস-এর সিডিউল-১ অনুযায়ী প্রকাশ করা হয়েছে। এই তালিকায় অতি গুরুতর আহতদের ‘ক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আহতদের ধরন অনুসারে ‘খ’ ও ‘গ’ শ্রেণির তালিকা পরবর্তীতে প্রকাশিত হবে।

গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেটটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এছাড়া, গণঅভ্যুত্থানে নিহত ৮৩৪ জনের শহীদ তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। এই তালিকাগুলোর ভিত্তিতে সরকার আহতদের আর্থিক সহায়তা প্রদান করবে এবং তাদের জন্য প্রতি মাসে ভাতা নির্ধারণ করবে।

আদনান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে