ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে দুঃখ প্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৩:১৬:৩৬
যে কারণে দুঃখ প্রকাশ করল জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আয়োজকরা মানিক মিয়া এভিনিউতে কয়েক লাখ মানুষের সমাগম করার চেষ্টা করছেন। এর ফলস্বরূপ, ওই এলাকার একটি সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানায়, ২৮ ফেব্রুয়ারি সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তাটির উত্তর সাইড (আড়ংয়ের মোড় থেকে খামারবাড়ি পর্যন্ত) সাময়িকভাবে বন্ধ থাকবে।

সংগঠনটি ঢাকাবাসীর প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে