ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

দুই সমন্বয়কের পদত্যাগ নেপথ্যে যে কারণ

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১১:৪৪:১৩
দুই সমন্বয়কের পদত্যাগ নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের আধিপত্য ও ঢাকা কেন্দ্রীক নতুন রাজনৈতিক দলের মনোভাবের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র সংসদ (ডিসি) থেকে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই সমন্বয়ক।

পদত্যাগী দুই নেতার নাম হলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মেহেদী সজীব এবং যুগ্ম-সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। তারা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন।

মেহেদী সজীব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘আজ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। গতকাল রাতেও এ নিয়ে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি। এখনও বলছি, নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদেই আমি এই প্লাটফর্মে থাকতে রাজি না।’’

তিনি আরও লিখেছেন, ‘‘কেন্দ্র থেকে অন্য একটি মাধ্যমে আমার সাথে কয়েকবার যোগাযোগ করা হয়েছিলো। তবে তারা কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করারও প্রয়োজন মনে করেনি। গতকাল রাতে সেই মাধ্যমকে আমি সাফ জানিয়ে দিই, আমি এই ছাত্র সংগঠনে থাকছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্টেইকহোল্ডারদের বিপ্লব পরবর্তী সময়ে যেভাবে বিভাজন করা হয়েছে, সেই বিভাজনমূলক রাজনীতিতে আমার পক্ষে থাকা সম্ভব নয়।’’

তিনি স্পষ্ট জানান, ‘‘ঢাকা এবং ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের সদস্যরা বেরিয়ে আসবে এবং বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন আমি তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না।’’ মেহেদী সজীব তার পদত্যাগের কারণ এবং সিদ্ধান্তের বিস্তারিত জানাতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে অবহিত করবেন।

অন্যদিকে, সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘‘আমাদের স্ট্যান্ড আমরা গতকাল রাতেই ক্লিয়ার করেছিলাম। আমাদের কাছে শিক্ষার্থীদের পালসটা বেশী গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছে না এই ঢাবি আধিপত্যবাদের পক্ষে থাকতে। তাই আমরাও চাচ্ছি না।’’ তিনি সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত তথ্য দেবেন বলে জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, ঢাবি শিক্ষার্থীদের আধিপত্যের কারণে তাদের দাবি এবং অংশগ্রহণ পর্যাপ্তভাবে গুরুত্ব পাচ্ছে না। নতুন রাজনৈতিক দলের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের আধিপত্যের বিষয়টি তাদের জন্য অগ্রহণযোগ্য এবং এ কারণে তারা এমন পদক্ষেপ নিয়েছেন।

এছাড়া, সজীব এবং আম্মারের পদত্যাগের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে, ঢাবি কেন্দ্রীক নতুন রাজনীতি তাদের পক্ষে নয়।

মেহেদী সজীব এবং সালাউদ্দিন আম্মার শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাদের পদত্যাগের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন। সংবাদ সম্মেলনে তারা তাদের অবস্থান স্পষ্ট করবেন এবং ছাত্রদের একতা ও প্রতিবাদের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে