ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এবার ইলিশ নিয়ে দুঃসংবাদ পেতে যাচ্ছে ভারত

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১০:৫৫:৪৮
এবার ইলিশ নিয়ে দুঃসংবাদ পেতে যাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক : চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে। গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে এই বিষয়টি আলোচনা করা হয়।

বৈঠকে, তারা বাংলাদেশের এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির বিষয়ে আলোচনা করেন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "চীনে বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ইলিশ রপ্তানি করলে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ পাবেই। প্রাথমিকভাবে, চীন বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করতে আগ্রহী।

এছাড়া, চীনা রাষ্ট্রদূত আরও জানান যে, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, এবং পেয়ারা আমদানি করতে এবং এসব খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়। এই আলোচনা চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উদ্যোগ বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্কের প্রসারের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

আদনান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে