ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে ৪ দিনের মধ্যে ৩টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১০:৩১:৪০
বাংলাদেশে ৪ দিনের মধ্যে ৩টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মাত্র চার দিনের মধ্যে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। ২৬, ২৭, এবং ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে তিনটি শক্তিশালী ভূমিকম্পের ফলে দেশবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

২৭ ফেব্রুয়ারি ভূমিকম্প

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে বাংলাদেশে আবারো একটি ভূমিকম্প অনুভূত হয়। নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিহার এবং শিলিগুড়ি থেকেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২৬ ফেব্রুয়ারি ভূমিকম্প

এর আগে, ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পটি আসাম রাজ্যের মরিগাঁও থেকে উৎপন্ন হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

২৫ ফেব্রুয়ারি ভূমিকম্প

২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪০ মিনিটে বঙ্গোপসাগরের কাছ থেকে উৎপন্ন একটি ভূমিকম্প উপকূলীয় অঞ্চলে অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.১ এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশাতেও এটি অনুভূত হয়েছিল।

এদিকে, একের পর এক ভূমিকম্পে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষজ্ঞরা ভূমিকম্পের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে