ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

উপদেষ্টা ও প্রেস সচিবের অ্যাকাউন্টে কোটি টাকা জানা গেলো আসল সত্যতা

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১০:১৭:২৯
উপদেষ্টা ও প্রেস সচিবের অ্যাকাউন্টে কোটি টাকা জানা গেলো আসল সত্যতা

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, প্রেস সচিব এবং জুলাই-আগস্ট আন্দোলনের নেতাদের নামে বাইনান্স (Binance) ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্মের অ্যাকাউন্টের স্ক্রিনশট ছড়ানো হয়েছে। এতে বলা হয়েছে যে, এসব ব্যক্তির নামে থাকা অ্যাকাউন্টে বিটকয়েন জমা রয়েছে, যার মূল্য শত শত কোটি টাকা। তবে এই দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্ক্রিনশটগুলো প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এবং সেগুলো একটি অনির্ভরযোগ্য উৎস থেকে প্রচারিত হচ্ছে। তারা আরও জানিয়েছে যে, এই স্ক্রিনশটগুলোর মধ্যে 'ডিপোজিট' এবং 'লগ-আউট' অপশনগুলো দেখা যাচ্ছে, যা শুধুমাত্র লগইন করা অবস্থায় পাওয়া যায়। এছাড়া, বাইনান্সের নিয়ম অনুযায়ী, ইউজার আইডি দিয়ে কারও অ্যাকাউন্টের ব্যালেন্স দেখা সম্ভব নয়, এটি দেখতে হলে ওয়ালেটে গিয়ে ওভারভিউ দেখতে হয়।

একজন প্রযুক্তি বিশ্লেষক জানান, এই স্ক্রিনশটগুলো ব্রাউজারের 'ইন্সপেক্ট টুল' ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা ওয়েবসাইটের কোড সাময়িকভাবে বদলে ভুয়া তথ্য প্রদর্শন করতে সক্ষম।

ফেসবুকে সজীব ওয়াজেদ জয় এই বিষয়টি পোস্ট করার পর মন্তব্যের মাধ্যমে অনেক ফেসবুক ব্যবহারকারী এসব স্ক্রিনশটকে ভুয়া বলে দাবি করেন, এবং মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়।

তাহলে, এই স্ক্রিনশটগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য বলে প্রতিস্থাপন করা হয়েছে।

আদনান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে