ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে হতাশা

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১০:১৯:৫১
লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে হতাশা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে হতাশা দেখা দিয়েছে। এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্টের বেশি উধাও হয়ে যায়।

আগের দিন ডিএসইর প্রধান সূচক কমেছিল ১৪ পয়েন্টের বেশি। যদিও আগের দিন শুরুতে লেনদেনে চাঙ্গাভাব দেখা গিয়েছিল। কিন্তু মধ্যভাগে বিনিয়োগকারীদের সেল প্রেসার বেড়ে যাওয়ায় শেষ বেলায় বাজার নেতিবাচক ধারায় নেমে যায়।

আজ বৃহস্পতিবারও আগের দিনের নেতিবাচক প্রবণতার চাপে সকালেই ডিএসইর লেনদেনে বড় ধাক্কা দেখা যায়। এদিন লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যেই ডিএসইর প্রধান সূচক ১৪ পয়েন্টের বেশি পড়ে যায়। তবে সময় যতো গড়াচ্ছিল, সূচকের পতনও ততো কমছিল।

এ রিপোর্ট আপলোড করার সময়ে সকাল সাড়ে ১০টায় সূচকের পতন ১ পয়েন্ট দেখা যায়। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের চার কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ৭৫ পয়েন্ট। যেসব বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন, তাদের বিক্রির চাপে বাজার কিছুটা সংশোধন হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে