ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:৪২:৫১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেয়। সংগঠনটির মতে, দেশে ছিনতাই, চাঁদাবাজি, খুন ও ধর্ষণের মতো সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রতি বড় হুমকি।

এ কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শাহবাগ চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে। সংগঠনটি তাদের পোস্টারে জানিয়েছে, এই বিক্ষোভের মাধ্যমে তারা সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ জানাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানাবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি তুলবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে