ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফের রিমান্ডে

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১১:৩২:২০
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন ২৪ ফেব্রুয়ারি সোমবার শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রোর পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসিফ নামক এক ছাত্র আন্দোলনে অংশ নেন। ওইদিন সন্ধ্যায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় মিরপুর থানায় ২২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়, যা বর্তমানে বিচারাধীন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে