ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা’: শাহীনুর পারভীন

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ০৯:০০:২০
‘অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা’: শাহীনুর পারভীন

নিজস্ব প্রতিবেদক : পিলখানার ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিনগুলোর স্মৃতি বর্ণনা করতে গিয়ে শহিদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলামের স্ত্রী শাহীনুর পারভীন এক সাক্ষাৎকারে অত্যন্ত হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সে দিন সকালে যখন বিদ্রোহ শুরু হয়, তার বাসায় কয়েকবার জওয়ানরা এসে দরজা ধাক্কায় এবং শেষে দরজা ভেঙে ফেলেছিল। তারা বাসা তল্লাশি করে টাকা, প্রাইজবন্ড নিয়ে যায়। তখন তার ছোট ছেলে বারবার জানতে চেয়েছিল, তার বাবা কেমন আছে। একসময় একজন জওয়ান বলেছিল, “একজন অফিসারের মাথার দাম ৫ লাখ টাকা।”

শাহীনুর পারভীন তার সাক্ষাৎকারে আরও বলেন, সেই সময় তার সাথে ছিল ছোট ছেলে, বড় ছেলে ঢাকার বাইরে ছিল এবং মেঝ ছেলে এমআইএসটিতে পড়ছিল। তিনি জানান, তাদের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল এটি, কারণ তিনি একেবারে সেনাবাহিনীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর প্রতি তার প্রেম ও আস্থার কথা স্মরণ করে বলেন, “আমি সেনাবাহিনীর পরিবারের না, কিন্তু যে সেনাবাহিনীকে ভালোবেসেছিলাম, সেদিন তাদের কোনো সাহায্য পাইনি।”

শাহীনুর পারভীন আরও বলেন, সেই সময় যখন সেনাবাহিনীর সদস্যরা তাদের দরজায় ধাক্কায়, তার ছেলে বারবার বাবার কথা জানতে চাইছিল। একজন জওয়ান বলেছিল, “কেউ বেঁচে নেই।” এর পরও তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি যে, সৈন্যরা এমন নির্মম কাজ করবে।

পরবর্তীতে শাহীনুর জানান, সাংবাদিকরা তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং তাদের সাহায্য করেছিলেন, কিন্তু সেনাবাহিনীর কোনো সদস্য তখন তাদের সাহায্যে আসেনি। এরপর এক জওয়ান তাদের সাইফুল ইসলামের মৃতদেহ শনাক্ত করতে সাহায্য করেন। শাহীনার বর্ণনায়, সাইফের মৃতদেহে ৪টি গুলির চিহ্ন ছিল, এবং সে দৃশ্য দেখে তিনি নিজে তার স্বামীকে চিনতে পারেননি।

এ ঘটনায় শাহীনুর পারভীন নিজের অভিমত প্রকাশ করে বলেন, “আমার কোনো দাবি নেই, শুধু চাই ন্যায়বিচার হোক। কেন আমার ৫৭ জন বোনকে বিধবা শাড়ি পরে পিলখানা থেকে বের হতে হলো?” তিনি আরও বলেন, "এই প্রশ্নটার উত্তর আমি চাই।"

শাহীনুর পারভীন একে একটি জীবনের অমূল্য অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে তিনি শুধু নিজের ভেদাভেদ ও ক্ষতির কথা বলেননি, বরং ওই সব শহিদ পরিবারের সদস্যদের ন্যায়বিচার আশা করেছেন।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে