ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৯:১৪:৫৭
মধ্যরাতে ব্যাংকের ভেতরেই অবস্থান যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখার সামনে ২০ ফেব্রুয়ারি রাত ১টা থেকে ২টা পর্যন্ত ঘটে কিছু অস্বাভাবিক ঘটনা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে উপস্থিত মানুষজনের দাবি ছিল, ব্যাংকটির কিছু কর্মকর্তা ভেতরে আটকা পড়েছেন এবং নারী কর্মীদেরও বের হতে দেওয়া হচ্ছে না। কিছু ভিডিওতে দাবি করা হয়, ভেতরে একজন কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করছেন। এ ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মূলত, ব্যাংকটির একজন কর্মকর্তা মো. আবদুল কাদের তাঁর বদলি আদেশ মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ওই শাখা থেকে বের হওয়ার বিষয়টি জটিল করে তোলে। গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে বদলি আদেশ পাঠানো হয়, যেখানে তাকে সৈয়দপুর শাখায় বদলি করা হয়েছে। এ আদেশ পেয়ে আবদুল কাদের আবেগতাড়িত হয়ে পড়েন এবং বলেন, যদি তার বদলি আদেশ প্রত্যাহার না করা হয়, তিনি শাখা থেকে বের হবেন না।

এই ঘটনার পর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে বলা হয়, ব্যাংকটির কর্মকর্তাদের ভেতরে আটকে রাখা হয়েছে এবং একজন কর্মকর্তা আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে, পরবর্তী সময় জানা যায় যে, এই তথ্যগুলো সত্য নয় এবং ভিডিওগুলো যাচাই না করেই ছড়ানো হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, আবদুল কাদের দীর্ঘ দুই বছর ধরে খুলশী শাখায় কর্মরত ছিলেন এবং বদলি আদেশের পর তিনি সহজে বিষয়টি মানতে পারেননি। তিনি ফেসবুক লাইভে এসে জানান, কিছুক্ষণ পর তিনি আবার লাইভে আসবেন, তবে এরপর আর কোনো লাইভ প্রকাশ করেননি। রাতে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেন এবং আবদুল কাদেরসহ সব কর্মকর্তা রাত আড়াইটার দিকে শাখা ত্যাগ করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন, কিন্তু তিনি যেতে চাইছেন না। বিষয়টি সমাধানের পর আমরা চলে এসেছি।"

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলশী শাখার ব্যবস্থাপক মো. নবীনুর ইসলাম বলেন, "এটা ব্যাংকের অভ্যন্তরীণ বিষয় এবং বিষয়টি সমাধান হয়েছে।"

এই ঘটনার পর, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে