ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Sharenews24

আ.লীগের নেতাদের নির্বাচনে আসার শর্ত জানালেন আসিফ মাহমুদ

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ২১:১১:৫৮
আ.লীগের নেতাদের নির্বাচনে আসার শর্ত জানালেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যারা কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন না, তাদের যদি ভুল বুঝে ক্ষমা চেয়ে বিচার মাথা পেতে নেয়, তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন এই মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, "গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।"

এছাড়া তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত," কারণ সারা দেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে ডিসিরাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন চাচ্ছেন।

আসিফ মাহমুদ আরও বলেন, "দেশে একটি বিশেষ পরিস্থিতি চলছে, আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নেই, তাদের দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা।"

তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সম্ভাবনা নিয়ে বলেন, "জেলা প্রশাসকদের অতিরিক্ত সময় অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে তাদের পক্ষে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। এজন্য ব্যক্তিগতভাবে মনে করি, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়িত্বে আনা উচিত।"

এই উপদেষ্টা আরও জানান, "আলোচনা এখনো চলমান রয়েছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি সরকার, তবে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত আসবে বলে আশা করা যাচ্ছে।"

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে