ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হলো ডা. হেলাল উদ্দিনকে

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২০:২২:০৩
পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হলো ডা. হেলাল উদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক : সমালোচিত অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সরিয়ে পাবনা মানসিক হাসপাতালের পরিচালকের পদে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে বদলি করা হয়েছে। একইসঙ্গে, পাবনা মানসিক হাসপাতালের বর্তমান পরিচালক ডা. শাফকাত ওয়াহিদকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

নতুন পদায়ন অনুযায়ী, বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, পরবর্তী কর্মদিবসে তাকে অব্যাহতি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

ডা. হেলাল উদ্দিন সম্প্রতি তার শিশুদের জঙ্গিবিষয়ক কলামের জন্য ব্যাপক সমালোচনার শিকার হন। তার এই কলাম নানা বিতর্কের সৃষ্টি করেছিল।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে