ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিমান টিকিটে লাগাম টানতে সরকারের নতুন নিয়ম- কানুন

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৩:২৯:১৯
বিমান টিকিটে লাগাম টানতে সরকারের নতুন নিয়ম- কানুন

নিজস্ব প্রতিবেদক : বিগত কিছুদিন ধরে বিমান টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এবং টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন নির্দেশনা নিয়ে একটি পরিপত্র জারি করেছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে এই পরিপত্রটি প্রকাশ করা হয়, যা স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রে বলা হয়েছে যে, গ্রুপ টিকিট বুকিংসহ যেকোনো ধরনের টিকিট বুকিং সম্পন্ন করার সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপি প্রদান করতে হবে। বুকিংয়ের তিন দিনের মধ্যে যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে, সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিটটি বাতিল করবে।

এছাড়া, গ্রুপ-বুকিংয়ের মাধ্যমে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে বিক্রয়ের জন্য যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ নিশ্চিত করতে হবে। যদি তা না করা হয়, তবে পরবর্তী তিন দিনের মধ্যে ওই টিকিটগুলি বাতিল করা হবে।

গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে, টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য সংশ্লিষ্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অবহিত করতে হবে, যা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করা হবে এবং বিক্রিত টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে বাধ্যতামূলকভাবে 'ট্যারিফ ফিলিং'-এর বিধান অনুসরণ করতে হবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ট্যারিফ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিগুলোকে অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি থেকে বিরত থাকতে হবে এবং যাত্রীকে টিকিটের মূল্য-সম্বলিত টিকিট এবং বিক্রয়ের রসিদ প্রদান করতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টদের মাধ্যমে বিক্রয়ের মাধ্যমে টিকিটের দাম বাড়ানো হলে, সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।

এছাড়া, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়া কমানোর জন্য বিমানের সব এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) আগামী সাত দিনের মধ্যে পদক্ষেপ নেবে।

এবং, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরিফ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে