ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Sharenews24

শ্যালিকা পপিকে নিয়ে ফেসবুকে যা লিখলেন ওমর সানী

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৯:১৩:২১
শ্যালিকা পপিকে নিয়ে ফেসবুকে যা লিখলেন ওমর সানী

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়িকা পপি, যিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে আসেননি, সম্প্রতি পারিবারিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এমন পরিস্থিতিতে তার শ্যালিকা চিত্রনায়ক ওমর সানী পপিকে নিয়ে একটি আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন ফেসবুকে।

ওমর সানী ১৯৯৭ সালে পপির বিপরীতেই চলচ্চিত্রে অভিষেক করেছিলেন এবং দুজনই “কুলি” সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন। পাশাপাশি পপি ও ওমর সানী পরিবারের সদস্য, কারণ পপি তার স্ত্রীর ফুফাতো বোন। একে অপরের পরিবারিক সম্পর্ক হওয়ায় ওমর সানী পপির জন্য পোস্ট দেন, যেখানে তিনি লিখেছেন, “তোর প্রতি অনেক শ্রদ্ধা ও সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক।”

এই পোস্টটি যখন দেওয়া হয়, তখন পপি তার পারিবারিক সমস্যাগুলি নিয়ে জনসমক্ষে কথা বলছিলেন। তিনি ফেসবুক লাইভে এসে বলেন, “আমি একজন ব্যর্থ মানুষ। আমি যাদের জন্য সবকিছু করেছি, তারা এখন আমার শত্রু। আমার ক্ষতি করতে চায়। আমার সবকিছু ছিল তাদের হাতে। আমার ব্যাংক অ্যাকাউন্ট, সহায় সম্পত্তি, সবকিছু ছিল তাদের অধীনে।” পপি অভিযোগ করেন, এমনকি তাকে খুন করার চেষ্টা হয়েছিল এবং এতে তার ভাইও জড়িত ছিল।

পপির ছোট বোন, ফিরোজা পারভীন, ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় একটি জিডি করেন, যেখানে পপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চাচ্ছেন এবং এই নিয়ে ভাই-বোনদের সঙ্গে তার মারাত্মক বিবাদ চলছে। ফিরোজা অভিযোগ করেন, পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল তাদের মেরে ফেলার হুমকি দিয়েছেন।

পপি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “আমি কেন জমি দখল করতে যাব? আমি তো কখনো বলিনি যে আমি ওই জমি নেব বা আমাকে লাগবে। ১৯৯৫ সাল থেকে আমার বাবা ইনকাম করেননি, আর আমি নিজেই আমার পরিবারকে পরিচালনা করেছি।”

তিনি আরও জানান, “আমি বাবার কাছ থেকে ৬ কাঠা জমি কিনেছি এবং অন্যান্য শরিকি জমিও কিনেছি। আমি আমার কষ্টের টাকা দিয়ে জমি কিনে ভোগদখল করতে পারিনি, আমার মা ও বোনদের অত্যাচারে।”

এদিকে, ২০২০ সালে করোনার মধ্যেই পপি আড়ালে চলে যান এবং গুঞ্জন ওঠে যে তিনি বিয়ে করেছেন এবং সন্তানও জন্ম দিয়েছেন। তবে তিনি এখনই প্রকাশ্যে এসেছেন এবং তার স্বামী ও সন্তানসহ জনসমক্ষে আসেন।

এই পরিস্থিতিতে, ওমর সানীর ফেসবুক পোস্ট পপির পাশে দাঁড়িয়ে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একটি নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

সাকিব

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে