ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সীমান্তে উত্তেজনা: বিএসএফের গুলি-পাল্টা হামলায় এক বাংলাদেশি আহত

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৮:৩৩:২৮
সীমান্তে উত্তেজনা: বিএসএফের গুলি-পাল্টা হামলায় এক বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক : বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর বিওপি এলাকায় বিএসএফ ও বাংলাদেশি গরু পাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএসএফের এক সদস্য এবং এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাংলাদেশির নাম মোহম্মদ আলাউদ্দিন (৩২), তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা। আহত বিএসএফ সদস্যের নাম ওরফেজ কুমার (২৭), তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটে যখন প্রায় পাঁচজন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিএসএফের জওয়ানরা তাদের বাধা দিলে তারা হামলা চালায় এবং এক পর্যায়ে বিএসএফ সদস্যের রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বিএসএফ সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে বিএসএফ জওয়ান পাল্টা গুলি চালালে মোহম্মদ আলাউদ্দিন গুলিবিদ্ধ হন, তবে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয় গ্রামবাসীরা সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে। আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গঙ্গারামপুর থানার পুলিশ সীমান্তে গিয়ে তদন্ত শুরু করেছে।

এছাড়া, এই ঘটনার পটভূমিতে, গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায় সম্প্রতি কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু হয়েছে, যা সীমান্তের নজরদারি বাড়িয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে