ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৮:১০:৩১
বদলে যাচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ

নিজস্ব প্রতিবেদক : "ইউনিয়ন পরিষদের দায়িত্বে যেসব পরিবর্তনের প্রস্তাব" শীর্ষক প্রতিবেদনে জনপ্রশাসন সংস্কার কমিশন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে, যার মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনি পদ্ধতি, শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন, এবং সালিশি ব্যবস্থা শক্তিশালী করার কথা বলা হয়েছে। প্রতিবেদনে ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর করার জন্য স্থানীয় কৃষি ও পানিবিষয়ক কমিটি, স্বাস্থ্যসেবা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদে বর্তমানে চালু থাকা সালিশি ব্যবস্থা উন্নত করে স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য আরও কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

কমিটির নির্বাচনী পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে, যেখানে প্রতিটি ওয়ার্ডে দুজন সদস্য নির্বাচন করা হবে, তাদের মধ্যে একজন নারী সদস্যও থাকতে হবে। এর মাধ্যমে নারীদের প্রতিনিধিত্বের হার ৫০ শতাংশ নিশ্চিত হবে। এছাড়া, চেয়ারম্যান নির্বাচিত হবে ইউপি সদস্যদের ভোটে, যাতে তাদের ভূমিকা আরও শক্তিশালী ও কার্যকর হয়।

এই সুপারিশগুলো ইউনিয়ন পরিষদের কার্যক্রমের উন্নতির পাশাপাশি, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের সুযোগ আরও বৃদ্ধি করবে, যা দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে